বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন
গণতান্ত্রিক আন্দোলনে বরিশালে শহীদ, গুম ও নির্যাতিত শতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে সদর রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির উদ্যেগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা যুবদলের সম্পাদক হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।