রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

বেতাগীতে গৃহবধূকে ধষর্ণের অভিযোগ

বেতাগীতে গৃহবধূকে ধষর্ণের অভিযোগ

বেতাগীতে গৃহবধূকে ধষর্ণের অভিযোগ
বেতাগীতে গৃহবধূকে ধষর্ণের অভিযোগ

বেতাগী:

বরগুনার বেতাগীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পরের দিন মঙ্গলবার বেতাগী থানায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নারী ও শিশু আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার গৃহবধূর বক্তব্য ও মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ইমরান মৃধা ঢাকায় চাকুরী করেন। শ্বশুর ও শাশুড়ীর সাথে গ্রামের বাড়িতেই থাকতেন ওই গৃহবধূ। গত সোমবার (৩ মে) বিকালে গৃহবধূর শাশুরী তাঁর বাবার বাড়িতে যায় এবং শ্বশুর ইফতার করতে মসজিদে চলে যান। বাসায ছিল ওই গৃহবধূ একা। এমন সময় একই এলাকার বাসিন্দা খলিল হাওলাদারের ছেলে নাঈম ওই গৃহবধূর দড়জার সামনে এসে ডাক দেন । গৃহবধূ দরজা খুলে। গৃহবধূ’র ভাষ্য অনুসারে, এসময় নাঈম বললো , ‘এ মিষ্টিগুলো আমাদের বাড়ির ইফতারি অনুষ্ঠানের মিষ্টি। ভাবি এ মিষ্টিগুলো রাখেন। চাচা-চাচি আসলে তাদের দিবেন। ’ ওই গৃহবধূ মিষ্টি নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এ সময় নাঈম খোলা দড়জা পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে এবং দড়জা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হওয়া ওই গৃহবধূ আরো বলেন, ‘সন্ধ্যার সময়ে সবাই ইফতারি তৈরীতে ব্যস্ত থাকায় ও পাশাপাশি কোন ঘর না থাকায় ডাক চিৎকার দিলে কেউ শুনতে পায়নি। পরে আমার শ্বশুর মসজিদ থেকে আসলে দড়জা বন্ধ দেখে আমাকে ডাক দিলে ধর্ষক নাঈম পেছনের দড়জা দিয়ে পালিয়ে যায়। এ বিষয় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক নাঈমকে আসামী করে গত মঙ্গলবার বিকেলে (৪ মে) বেতাগী থানায় মামলা করেছেন। এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে গ্রেফতারের চেষ্টা চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD