বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
বেতাগী:
বেতাগী পৌরসভায় জাটকা আহরণ থেকে বিরত থাকা দুই শতাধিক জেলের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন আনুষ্ঠানিকভাবে এর উদ্ভোধন করেন। এ সময় বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমাসে জনপ্রতি ৪০ কেজি করে গত ৩ মাসে জনপ্রতি মোট ১২০ কেজি চাল জেলেদের হাতে তুলে দেওয়া হয় বলে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান।