বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
চরফ্যাশন:
চরফ্যাশন উপজেলার বিছিন্ন দ্বীপ ঢাল চরে দুর্বৃত্তের আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় আগ্নি কান্ডে ২০টি মৎস্য আড়ৎ এবং ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ঢাল চর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম পাট ওয়ারর ৩টি, কামাল মেম্বারের ৩টি ,নান্নু মাতাব্বরের ৩ আড়ৎ ও রিয়াজের মুদি দোকান ও নুরে আলমের একটি কনফেকশনারী পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানায় রাতে পূর্ব ঢাল চর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি মাছের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত। দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।