বঙ্গবন্ধু সড়কে যেখানে লোকের ভীরে হাটাই কষ্ট সেখানে এত বড় একটি প্রানী এনে মানুষের মনে ভীতি ছড়িয়ে টাকা কামাইর ধান্ধা করছে। যেখানে রশি দিয়ে রাস্তার দুপাশ আটকে দিয়েছে রিক্সা ঢোকা নিষিদ্ধ করেছে প্রশাসন সেখানে হাতি ঢুকে হাটছে আর টাকা উঠাচ্ছে। এমনকি বাসা বাড়িতে গিয়ে মহিলা শিশুদের কাছে টাকা নিয়ে আসছে। টাকা না দেয়া পযর্ন্ত ঐ বাড়ির সামনে থেকে আসেনা এমন বহু অভিযোগ হাতির পিঠে থাকা এই ধান্দাবাজ গুলো। এই চাদাবাজ দিন শেষে হাতি নিয়ে যাওয়ার সময় পথের ধারে কলাগাছ খাওয়াতে খাওয়াতে হাতিটিকে বাড়ি নিয়ে যায়। হাতিকে বনে ছেড়ে দেয়া হোক আর এদের কে আয়ের পথে ফিরিয়ে আনা হোক। প্রশাসনের ও বন বিভাগের লোকজনের প্রতি দৃষ্টি আকর্ষন করছি দ্রুত ব্যবস্হা গ্রহনের জন্য।