বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
বরগুনা:
মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে অন্যান্য বছরের চেয়ে এবার ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। প্রতিবছর ঈদ উপলক্ষে গরীব অসহায় জনসাধারণের মাঝে চাউল দিয়ে থাকতেন। এবছর চাউল না দিয়ে চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করার নির্দেশ দিয়েছেন। এই নগদ অর্থ পেলেন বরগুনার সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোসাম্মৎ নুপুর। আহত অবস্থান নুপুর বলেন ওই ৪৫০টাকা আমি ঘরে লুকিয়ে রাখার সময় বশির মোল্লার ছেলে সিফাত দেখতে পায়। ওই টাকা চুরি করে নিয়ে যায় একপর্যায়ে আমি বশির মোল্লা কে জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে ঘরের ভেতর থেকে আমাকে টেনে হেঁচড়ে বের করে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ফুলা জখম করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নুপুরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে বশিরের কাছে জানতে চাইলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বরগুনা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।