বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
বেতাগী :
প্রতি বছরের ন্যায় এছরও সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার বেতাগীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৯টায় উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের প্রয়াত আব্দুল মালেক চেয়ারম্যান বাড়ী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে জামাতের ইমামতি করেন মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা, খোন্তাকাটা গ্রামে ঈদুল-ফিতর উদযাপন করেছে চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের অনুসারীরা। বকুলতলী গ্রামের বাসিন্দা মো. গোলাম সরোয়ার জানান, প্রায় ২ শ বছর ধরে তাঁরা সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদ উদযাপন করে আসছেন। তিনি আরও জানান, ভারতের ভাগলপুর থেকে ছিলছিলায়ে আলিয়া কাদেরিয়া যাহাঁগিরিয়া তরিকতের আশেকান ও ভক্তবৃন্দ বিগত ২ শ বছর আগে থেকে বাংলাদেশের সাতকানিয়া থানার মির্জাখিল দরবার শরীফের নির্দেশে এইভাবে বকুলতলী গ্রামে তাদের পূর্ব পুরুষ থেকে ঈদ উদযাপন করছেন।