লালমোহন প্রতিনিধিঃ
লালমোহনে পুত্রবধু ৯০ বছরের শাশুড়ী আছিয়াকে পিটিয়ে টেনে হেঁচড়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার চরভুতা ইউনিয়নের তারাগঞ্জ ৪ নং ওয়ার্ডের গাজী বাড়িতে গত ১১ মে মঙ্গলবার বিকাল ৩ টার সময় এঘটনা ঘটে।জানাযায়, ঘটনার দিন ছেলে আসাদ উল্ল্যার স্ত্রী লাইজু তার ছেলে রাব্বিকে ব্যপক মারপিট করতেছলো নাতির ডাকচিৎকার শুনে তাকে মারতে বারণ করলে ক্ষিপ্ত হয়ে লাইজু শাশুড়ী বৃদ্ধা আছিয়াকে মারপিট করে টেনে হেঁচড়ে পা ভেঙে ফেলে পরে তার ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে পা ব্যন্ডেজ করে আনে বর্তমানে বৃদ্ধা আছিয়া ভাঙ্গা পা নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করেছেন।এঘটনা এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।তারা উক্ত ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ করেন।