বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
মঠবাড়িয়া:
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশ্বর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের শহীদ মিনার সম্মুখ সড়কে মঠবাড়িয়া উপজেলা শাখার মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বেেপ্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আঃ রহমান নোমান, মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা রোজি সদস্য শাকিল বাবু প্রমূখ। সুশীল সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাবু লিটন সমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার হেমায়েত উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন। বক্তারা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম সহ তার সহযোগী ৬ জনের বিপুল অর্থ বৈভব ও ব্যাংক হিসাব জব্দ করে সঠিকভাবে অনুসন্ধান করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান এবং যতক্ষণ পর্যন্ত গণমাধ্যম কর্মী রোজিনা ইসলামের নিঃশ্বর্ত মুক্তি না দেয়া পর্যন্ত তারা বিরামহীন আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেন।