বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
বরগুনা জেলার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছিয়া খালের উপর ব্রীজটি এভাবেই ভেঙ্গে পড়ে আছে ব্রীজটি। দীর্ঘদিন সংস্কার বা পুনঃ নির্মানের নামগন্ধ নেই তালতলী এল জি ই ডি। এতে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে বাদুরগাছিয়া সহ পাশ্ববর্তী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের গ্রামবাসী। অত্র এলাকার মানুষের স্হানীয় কচুপাত্রা বাজার সহ তালতলী আমতলী এবং বরগুনায় যাওয়ার একমাত্র সংযোগ সড়কের ব্রীজটি নির্মান করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরনা ধরেও এর কোন সুফল পাচ্ছেনা। দুর্গম এলাকার মানুষের চিকিৎসা ও ব্যবসায়ীদের মালপত্র আনার জন্য ব্রীজটি নির্মাণ করা জরুরী বলে মনে করছেন এলাকার সর্ব সাধারন।