বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাছুম খান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভুক্তভোগী তরুনীন ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে ওসি জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পূর্ব ইসলামপুর গ্রামের রহিম খানের ছেলে মোঃ মাসুম খান পাশ্ববতী সরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ভ্যান চালক মিরাজ ঘরামীর মেয়েকে বাড়ি থেকে মুখ চেপে অপহরন করে নিয়ে যায় লম্ফট মাছুম খান। পরে তাকে একই গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করেন। এই ঘটনা পরদিন জানাজানি হলে ৯৯৯ এ ফোন দেয় নির্যাতিতার পিতা মোঃ মিরাজ ঘরামী। পরে নির্যাতিতার পিতা মিরাজ ঘরামীকে গৌরনদী থানায় ডেকে নেয় পুলিশ। কিন্তু ঘটনাস্থল বাবুগঞ্জ থানাধীন হওয়ায় গৌরনদী থানা পুলিশ তাকে বাবুগঞ্জ থানায় পাঠিয়ে দেয়। ভুক্তভোগী কিশোরীর পিতা মিরাজ ঘরামী বলেন, ‘স্থানীয় কালাম জোমাদ্দারসহ কয়েকজন প্রভাবশালী ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ২০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় কালাম জোমাদ্দারের নেতৃত্বে আমার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এই ঘটনায় শনিবার রাতে কিশোরীর বাবা মোঃ মিরাজ ঘরামী বাদী হয়ে লম্ফট মাছুম খান ও মোঃ আবদুল্লাহর বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় একটি ধর্ষনের অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই লম্ফট মোঃ মাসুম খানকে গ্রেপ্তার করে । রোববার বাবুগঞ্জ থানা পুলিশ মাসুমকে আদালতে সোর্পদ করেন। বাবুগঞ্জ থানার মামলা নং-৮।