বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
মাহমুদ হাসান বরগুনা জেলা প্রতিনিধি :
করোনার ঊর্ধ্বমুখী ঠেকাতে সরকারের দেয়া ৭ দিনের লকডাউন বরগুনা জেলায় প্রশাসনের নজরদারীতে কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে। সকালবেলায় গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষা করেই আইন শৃংখলা বাহিনী ও জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান গাড়িতে লকডাউনের নিষেধাজ্ঞা নিয়ে শহরে প্রচরণা করতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট ও বাংলাদেশ নৌ বাহিনী সদস্যরা বেশ কিছু দোকানে জরিমানা করে অর্থ আদায় করে। বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান যৌথ বাহিনী নিয়ে শহরে লকডাউন পরিস্থিতি অবলোকন করেন। ব্যবসায়ীদের মাস্ক পড়ে বিক্রি ও লকডাউন পরিস্হিতি দেখতে বরগুনা পৌরসভা মেয়র আ্যড.কামরুল আহসান মহারাজ শহরে ঘুরেন। জেলার অন্য অন্য উপজেলাও লকডাউন পালন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর ছিল। এদিকে গত ২৪ ঘন্টায় বরগুনা জেলায় ২৭ জন করোনা পজিটিভে শনাক্ত হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে করোনা বিভাগের আইসোলেশনে পজেটিভ নিয়ে ২১জন চিকিৎসাধীন রয়েছে। বিকেলে লকডাউন পালন করতে বি জি বি সদস্যরাও বরগুনাতে মোতায়েন হয়েছে।