বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
প্রেমকরে বিয়ের আগেই গর্ভে সন্তান নেয়া সুমাইয়া ও গর্ভের সেই সন্তানের মরদেহ আজ সকাল ১০টায় উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে পাথরঘাটা ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামে। ঐ গ্রামের শাহীন মুন্সীর সঙ্গে নিহত সুমাইয়ার সঙ্গে শাহীনের প্রেমের সম্পর্ক ছিল এবং এথেকে তাদের অবৈধ মেলামেশাও হতো। একসময়ে সুমাইয়া গর্ভবতী হলে স্হানীয় শালিস বিচারে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক দ্বন্দ কলহ লেগেই থাকতো। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চড়মে ছিল।
গত ৩০ জুন বুধবার সুমাইয়ার বাড়িতে সকলের দুপুরে দাওয়াত ছিল। শাহিন মুন্সী সে দাওয়াতে অংশগ্রহণ করে নাই। সুমাইয়া দাওয়াত খেয়ে শ্বশুরবাড়ি ফিরে আসার পরই নিখোঁজ হয়। সুমাইয়ার পরিবার থেকে গত বৃহস্পতিবার পাথরঘাটা থানায় অভিযোগ করলে পুলিশ শাহিনের মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পায়। শাহিন কে তল্লাশি করে কোথাও তার হদিস পুলিশ পায়নি এবং তাদের তল্লাশি অভিযান অব্যাহত রাখে। আজ শনিবার শাহিনের বাড়ির পিছনে খালের পাড়ে নুতন একটি গর্ত দেখতে পেয়ে স্হানীয় লোকজন পাথরঘাটা থানায় সংবাদ জানায়। সকাল ১০টার সময় পুলিশ গর্ত খুড়ে মা ও মেয়ের মরাদেহ উদ্ধার করে। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক শাহিনের মা,নানী ও মামাতো ভাইকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।