নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল কাশিপুর ইউনিয়নের শারশি গ্রামে আপন ভাই ও ভ্রাতুষ্পুত্রদের বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ীর রাস্তার পাশে ৭ শতাংশ জমির জবর দখলের পায়তারার অভিযোগ করেছেন অপর ভাই আলতাফ হাওলাদর। অভিযোগ শুত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার এয়ারর্পোট থানার শারসি গ্রামের মৃত আরব আলী হাওলাদার এর ৬ ছেলে সবাই সমান ভাবে বন্টন করে দীর্ঘ দিন যাবত জমি ভোগ করে আসছে। কিন্তু মোঃ আলতাফ হাওলাদার এর ভোগ দখলিয় ৭ শতাংশ সম্পতিত্বে তার ছোট ভাই মোঃ মন্টু হাওলাদার ও তার ছেলে বিভিন্ন ভাবে দখল করার পায়তারা করে আসছে ও জমিতে থাকা গাছ কাটার চেষ্টা করে আসছে। এব্যপারে ভুক্তভুগি আলতাফ হাওলাদার বলেন আমিও আমার ভাইয়েরা সকল জমি সমান ভাবে ভোগ দখল করে আসতেছি কিন্তু বহু বছর পর আমার জমিতে আমার ছোট ভাই মোঃ মন্টু হাওলাদার ও তার ছেলে বিভিন্ন ভাবে দখল করার পায়তারা করে আসছে ও জমিতে থাকা গাছ কাটার চেষ্টা করে আসছে। আমি তাতে বাধা দিলে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি এ জমি নিয়ে একাধিকবার শালিশ বৈঠক হলেও তারা কোন শালিস মিমাংসা না মেনে এলাকার কিছু অসাধু ও কুক্রী মহলকে সাথে নিয়ে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এমতবস্তায় উক্ত জমি যাহাতে বে-আইনী ভাবে দখল করতে না পারে , এ ব্যাপারে উদ্ধর্তন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে ৷এ ব্যাপারে অভিযুক্ত মন্টু হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।ও তিনি বলেন তিনি তার ভাইয়ের বাড়ীর মধ্যে জায়গা পাবেন, দীর্ঘদিন যাবৎ তাকে জায়গাটুকু বের করে দেওয়ার জন্য বললেও তিনি তাতে কর্ণপাত করছেনা।