শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
বরিশাল:
বরিশালের বাবুগঞ্জে কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি নিষেধ অমান্য করে জনসমাগম সৃষ্ঠি করে মোবাইলে লুডু ও তিন তাস খেলার নাম জুয়া খেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দেগহেরগতি ইউনিয়নের বটতলা এলাকায় মোবাইলে ক্রামবোড, তাস ও লুডু খেলার নামে জুয়ার রমরমা বানিজ্য চলছে। করোনা প্রার্দুভাবের কারণে সারা দেশের ন্যায় বাবুগঞ্জ উপজেলায় কঠোর লকডাউন থাকলেও স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ অমান্য করে জনসমাগম সৃষ্ঠি করে এসব খেলা পরিচালনা করছে স্থানীয় আলমগীর সিকদারের ছেলে মোঃ মামুন সিকদারের বিরুদ্ধে। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত মামুন সিকদারের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন একটি ঘরে বসে টাকার বিনিময়ে স্থানীয় যুবকরা এসব জুয়া খেলা চলছে। স্কুল কলেজ বন্ধ থাকায় স্থানীয় যুবকরা মোবাইলে লুডু , তিনটাস ও কেরামখেলার নামে জুয়া খেলায় আসক্ত হচ্ছে। এতে যুবসমাজ বিভিন্ন অপরাধ মূলক কাজে লিপ্ত হচ্ছে। এসব খেলার কারনে গত এক সপ্তাহে স্থানীয় আলম সরদার, মোঃ ফারুক হাওলাদার ও রতন হাওলাদারসহ বেশ কয়েকজনের বাড়ি থেকে গভীর রাতে প্রায় ৪০ হাজার টাকার মুরগী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।