প্রতিবেদক, বিএফ খান সবুজ বাকেরগঞ্জ:
covid-19 করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ২০২১ সালের দ্বিতীয় দফায় লকডাউন শুরুর প্রাক্কালে নিয়ামতি বন্দরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সর্বসাধারণের সহজলভ্য করার সামর্থ্যকে প্রাধান্য দিয়ে নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন শরীফ মাসুম মাস্টার, ৮নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন মৃধা ও ৯নং ওয়ার্ড মেম্বার বিমলচন্দ্র কালার একনিষ্ঠ প্রচেষ্টায়, বাজার কমিটির তত্ত্বাবধানে থাকা নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রীজের ঢাল থেকে নিয়ামতি ইউনিয়ন কলেজ পর্যন্ত খোলা আকাশের নিচে বাজার ব্যবস্থাপনা উন্মুক্ত করা হয়েছে এর আগেও ২০২০ সালের covid-19 করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় অতন্ত্র প্রহরী হিসেবে মেম্বার আলমগীর হোসেন মৃধা ও বিমলচন্দ্র কালার নিরলস প্রচেষ্টায় লকডাউন ব্যবস্থা বাস্তবায়ন করে করোনাভাইরাস মোকাবেলার সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।
সে-সময় গরীব দুঃস্থ অসহায়দের মাঝে ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ কে সদা জাগ্রত রাখতে অতন্ত্র প্রহরী হিসেবে জনকল্যাণে আলমগীর হোসেন মৃধা ও বিমলচন্দ্র কালা নিঃস্বার্থ নিরলস কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।