শফিকুল ইসলাম, বাবুগঞ্জ ঃ
বরিশাল বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পর তাঁর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার (১২ জুলাই ) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তাঁর জ্বর ও মাথাব্যথা আছে। জ্বর থেকে করোনার উপসর্গ দেখা দেয়। করোনার শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম করোনা মেকাবেলায় উপজেলার মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে মাঠে কাজ করেছেন। ইউএনও আমীনুল ইসলাম বলেন, ‘করোনা ও বন্যা মোকাবিলায় আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে যেতে হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারি নানা কাজ করতে হয়েছে। তিনি আরও জানান, তিনি চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ সেবন করছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।