শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
বরিশাল:
ভাঙ্গা পায়ের অপারেশন সম্পন্ন হওয়া এক রোগীর ভূল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলেছে স্বজনরা। বুধবার (১৪ জুলাই) বেলা ১১ টার দিকে বরিশাল নগরের বান্দরোডস্থ রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। মৃত কামরুন্নাহার রোজী (৪০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মৃত আব্দুল আজিজজ মাস্টারের স্ত্রী।কামরুন্নাহার রোজী’র স্বজন রাশিদা বেগম জানান,গত বৃহষ্পতিবার নিজের বাসায় দুর্ঘটনা কবলিত হয়ে হাত ও পা ভেঙ্গে যায় রোজী আক্তারের। এরপর তাকে নিয়ে বরিশালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরনাপন্য হন স্বজনরা। তবে তিনি থাকতে না পারায় অপর একজন চিকিৎসকের স্মরনাপন্য হতে বলেন রোগীকে। গত সোমবার রাহাত আনোয়ার হাসপাতালে গিয়ে ডাঃ ফজলে রাব্বিকে দেখানো হয়।এরপর তিনি ভাঙ্গা পায়ের অপারেশন করতে পারলেও হাতেরটি করতে পারবেন না বলে জানালে স্বজনরা রাজি হয়ে যায়। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় রোজী চাচিকে রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করালে রাত সাড়ে ১১টার দিকে অপারেশন শেষ হয়।জ্ঞান ফেরার পর থেকেই রোজী চাচী শরীরে ব্যথা অনুভব করে। রাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একজন নার্স এসে ব্যাথার ইনজেকশন দেয়। এর কিছুক্ষন পর চাচীর শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেনও দেয়া হয় কিন্তু বুধবার বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। রোগীর ছেলে রায়হান ও মেয়ে তাসমিনসহ স্বজনদের অভিযোগ, রোজী আক্তার অপারেশন থিয়েটারে প্রবেশের আগেও সুস্থ ছিলো, কিন্তু সেখান থেকে বের হয়েই অসুস্থ হয়ে মৃত্যু হয় তার। কোন না কোন ভূল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা: ফজলে রাব্বি বলেন, ওই রোগীর পায়ের গোড়ালি ভাঙ্গাছিলো। অপারেশন সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। অপারেশনের পর সে সুস্থও ছিলো এবং আমি নিজেও ওই রোগীর সাথে কথা বলেছি অনেকবার। অপারেশন শেষ হওয়ার বহু পরে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় ওই রোগীর। এরপর তাকে অক্সিজেনও দেয়া হয়। তিনি বলেন, ধারনা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসায় কোনো গাফলতি হয়নি।