বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
বরিশাল:
করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সারা দেশে লকডাউন ঘোষণা করে সরকার। এ সময় সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর মধ্যে কেউ কেউ ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে যাত্রী পরিবহন করতো দীর্ঘদিন ধরে। বিষয়টি নিয়ে কিছুদিন আগে দশমিনায় ডিসি-এসপির মতবিনিময় সভায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই তৎপরতা শুরু করেন স্থানীয় প্রশাসন। পরে ফেসবুকে পোস্ট করে যাত্রী ঢাকায় আনা-নেওয়ার অভিযোগে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজের সামনে থেকে একটি মাইক্রোবাসের ড্রাইভার মো. সুমন ও তার দুই সহযোগী মো. রহিম এবং শরিফ খানকে আটকে করে ৭ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, দশমিনা থানার ওসি গাড়িটির ওপর নজর রাখছিলেন। ফেসবুকে পোস্ট করে তারা যাত্রী সংগ্রহ করে পরিবহন করত। আটককৃতদের ৭ দিন করে জেল, ৩০ হাজার টাকা জরিমানা ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।