বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
বরিশাল:
ভোলার লালমোহন পৌরসভা ওয়ার্ডে সওদাগর চৌমুহনী এলাকায় পানিতে ডুবে শান্তা (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরের দিকে ঘটনা ঘটে। শান্তা ওই ওয়ার্ডের গোলদার বাড়ির মো. মহসিনের কন্যা। স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোসল করতে মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে নামে শান্তা। একপর্যায়ে মায়ের অজান্তে মেয়েটি পানিতে ডুবে যায়। গোসল শেষে মা তার মেয়েকে না দেখতে পেয়ে ধারণা করেন, গোসল শেষে মেয়ে বাড়ি গেছে। তিনি বাড়ি এসে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরটি থেকে শান্তার মরদেহ উদ্ধার করা হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শনিবার (৭ আগস্ট) ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।