বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

শেষ ম্যাচে থাকছে না সাকিব!

শেষ ম্যাচে থাকছে না সাকিব!

শেষ ম্যাচে থাকছে না সাকিব!
শেষ ম্যাচে থাকছে না সাকিব!

ডেস্ক:

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটাতে সাকিব আল হাসানকে পাচ্ছে না স্বাগতিকরা। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির একটি বিশ্বস্ত সূত্র। ওই সূত্রের দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়ে আজ রাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব। বিষয়টা আগেই ফাঁস করতে চাচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জানা যায়, ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেও নিউজিল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরবেন এই তারকা ক্রিকেটার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় পা রাখবে কেন উইলিয়ামসন, টিম সাউদি, মার্টিন গাপটিলরা। চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে ৮৮ রান করার পাশাপাশি ঘূর্ণি বোলিংয়ে ৩ উইকেট নেন সাকিব। ব্যতিক্রম ছিলেন গতকাল। এদিন ২৬ বলের মোকাবেলায় ১ চারের মারে মাত্র ১৫ রান করেন এই ক্রিকেটার। এরপর ৪ ওভার বল করে ৫০ রান খরচ করে থাকেন উইকেটশূন্য। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে হারায় অস্ট্রেলিয়া। সাকিবের করা ইনিংসের চতুর্থ ওভারে পাঁচ ছয়ের সাহায্যে ৩০ রান করেন ড্যারেন ক্রিশ্চিয়ান। যেটা কষ্ট দিয়েছে টাইগার ভক্তদের। বল হাতে কৃপণতার পরিচয় দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার। এর পাশাপাশি আলো ছড়িয়েছেন নাসুম আহমেদ, মাহেদি হাসান, শরিফুল ইসলামরাও। এরপরও ৬ বল এবং তিন উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD