বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
বেতাগীতে এক ইউনিয়নের ৩ টি সেতু নড়বড়ে!

বেতাগীতে এক ইউনিয়নের ৩ টি সেতু নড়বড়ে!

বেতাগীতে এক ইউনিয়নের ৩ টি সেতু নড়বড়ে!
বেতাগীতে এক ইউনিয়নের ৩ টি সেতু নড়বড়ে!

বেতাগী :

বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের তিনটি সেতু নড়বড়ে।জনগুরুত্বপূর্ন সেতু তিনটি ভেঙে পড়ে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করেছেন সংশ্লিষ্ট এলাকা জনসাধারণ। জানা গেছে, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের সড়ক ও জনপদ বিভাগ ২০০০ সালের পরে বিভিন্ন সময় উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া, মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তিনটি সেতু নির্মান করেন। এসব গুরুত্বপূর্ন সেতু দিয়ে ওই ইউনিয়নের প্রতিদিন ৫ হাজারের বেশি মানুষ আসা-যাওয়া করে। বর্তমানে সেতুগলোর মধ্যভাগের কংক্রিটের তৈরি পাটাতন ধসে পড়ে গেছে। পাশের লোহার এঙ্গেলগুলোতে মরিচা পড়েছে। ছোট মোকামিয়া ও ইউনিয়ন পরিষদ সন্মূখস্থানের সেতুর পাশের লোহার এঙ্গেলগুলো ভেঙে গেছে। দু পাড়ের জনসাধারণ মালামাল নিতে পারছে না। ভারি কোন যানবাহন চলাচল করছে না। সাধারণ রিক্সা ও অটো রিক্সা চলাচল করলেও ঝুঁকি পারাপার করতে হচ্ছে।মোকামিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা বাবুল মৃধা বলেন, ‘ এ এলাকার মানুষের গুরুত্বপূর্ন সেতুগুলো দ্রুত পুনসংস্কার করা দরকার।’স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহমেদ মুঠোফোনে বলেন, ‘ এ সেতু তিনটি খুবই নড়বড়ে। ইতোমধ্যে এগুলো পূর্ননির্মানের তালিকা প্রেরণ করা হয়েছে।’ এ বিষয় উপজেলা প্রকৌশলী শিপল কর্মকার বলেন,‘ উপজেলা এ ধরণের একাধিক সেতুর নকশাঁ ও ডিজাইন সম্বলিত অর্থ বরাদ্দের তালিকা প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে পূর্ননির্মান করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD