দৌলতখান প্রতিনিধি:
ভোলার দৌলতখানে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় ১ম স্ত্রীকে ব্যাপকভাবে নির্যাতন চালিয়েছে স্বামী। মঙ্গলবার ১০ আগষ্ট বিকেলে চরখলিফা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের খুনিয়া বাড়িতে এই ঘটনাটি ঘটে। জানা যায়, দৌলতখান উপজেলার চরখলিফা ৯নং ওয়ার্ডের হারেস ব্যাপারির ছেলে আমির হোসেন কালু বেপারির (৩৬) সাথে ১৮ বছর আগে একই উপজেলার পৌরসভা ২ নং ওয়ার্ডের মোঃ হারিছ কাজির মেয়ে আছিয়া বিবির (৩৩) বিয়ে হয়, তাদের ঘরে দুটি সন্তান রয়েছে।বিয়ের পর থেকে”ই কালু বিভিন্ন সময়ে বিভিন্ন কারন দেখিয়ে আছিয়ার পরিবারের কাছে যৌতুকের দাবি করে আসছিল। অনেক সময় সে সব দাবি পূরণ করা হলেও সম্প্রতিক সময়ে প্রথম স্ত্রী আছিয়া জানতে পাড়েন তার স্বামী আমির হোসেন কালু ৩ সন্তানের জননী বিবাহিত অন্য এক নারীর সঙ্গে পরকীয়া করে বিয়ে করেছেন। ১ম স্ত্রী আছিয়া উক্ত ঘটনার প্রতিবাদ করায় কালু ১ম স্ত্রী আছিয়ার উপর নির্মমভাবে শারীরিক নির্যাতন চালান উপায় না পেয়ে আছিয়া পালিয়ে বাবার বাড়িতে গিয়ে অবস্থান নেয় পরবর্তীতে আছিয়া তার পরিবারের সহযোগিতায় তার উপর হওয়া অন্যায়ের উপযুক্ত বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এতে করে কালু আরো হিংস্র হয়ে উঠে এবং কৌশলে তার মায়ের অসুস্থতার কথা বলে আজ মঙ্গলবার আছিয়াকে তাদের বাড়িতে ঢেকে পাঠায়, আছিয়া তার মায়ের সাথে শাশুরিকে দেখতে আসলে কালু আছিয়াকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মাড়তে থাকে পরবর্তীতে আছিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে কালু ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উপস্থিত লোকজনের সহযোগিতায় আহত আছিয়া কে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।