বাবুগঞ্জ প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতি মোকাবিলায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতি। করোনায় বিপাকে পড়া মানুষকে সহায়তা করতে বিভিন্ন সেবা চালুর পাশাপাশি অসহায়, ক্ষতিগ্রস্ত মানুষদের নানাভাবে সহায়তা দিচ্ছে ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতি।
এ লক্ষ্যে ১০ ও ১১ আগস্ট দুই দিনব্যাপী বাবুগঞ্জ উপজেলা ছয়টি ইউনিয়নের সাতশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহ জনসচেতনতা করার লক্ষে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়। খাদ্য সহায়তার প্যাকেটের ভিতরে ছিল চাল, ডাল, আলু, তৈল ,পেয়াজ, চিনি। বুধবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন এর জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ করেন সমিতির উপদেষ্টা বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার শিল্পী, বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিসতি,কেন্দ্রীয় ছাত্রমৈত্রী সহ-সভাপতি সুজন আহমেদ, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিমউদদীন সুভ,উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান,ছাত্র লীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।