বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মালেক মীর বাদী হয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এজাহারে উপজেলা চেয়ারম্যানের ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান, বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফ ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীম উদ্দিনসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।মামলার বাদী মালেক মীর সাংবাদিকদের বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ছবি সম্বলিত ব্যানার টানানোর জন্য আমরা গত সোমবার দুপুরে বগা সোনালী ব্যাংকের সামনে যাই। তখন উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার ও তার ছেলে দলবল নিয়ে আমাদের হাত থেকে ব্যানার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ ঘটনার পর বগা ফেরিঘাট এলাকায় ফের আরেকটি ব্যানার নিয়ে গেলে সেখানেও তারা একইভাবে ব্যানার ছিঁড়ে ফেলেন। ব্যানার ছেঁড়ায় বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি অবমাননা হয়েছে বরে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলা দায়ের করা হয়েছে।