কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটার মহিপুরে চারশ ১২ পিচ ইয়াবাসহ ফিরোজ(২৮),সোহেল(৩০)ও নিজাম(৩২)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার ( ১৪ আগস্ট ) আদালতে প্রেরণ করা হয়েছে। মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মহিপুর বাজার থেকে পুলিশ ৩২পিচ ইয়াবাসহ সোহেল ও নিজাস নামের দু’যুবককে শনিবার ভোর রাতে গ্রেপ্তার করেছে। এর আগে শুক্রবার গভীর রাতে ধূলাসার গ্রাম থেকে পটুয়াখালী র্যাব-০৮ ফিরোজ নামের এক যুবককে ৩৮০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। র্যাব শনিবার সকালে গ্রেপ্তারকৃত ফিরোজকে ইয়াবাসহ মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, পৃথক দু’টি ঘটনায় দু’টি মামলা হয়েছে।গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।