বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রোববার (১৫ আগস্ট) সকাল ৬ টা ২০ মিনিটে ননগরের সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তার সাথে মহানগর আওয়ামীলীগের সভাপতি এম জাহাঙ্গিরসহ নেতা-কর্মী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহানগর আওয়ামী লীগের ৩০ টি ওয়ার্ডের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়া সকাল ৯ টার দিকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু মানুষের ও দেশের কল্যাণে কাজ করেছেন।ডিজিটাল বাংলাদেশ পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। অপরদিকে সকাল সাড়ে ৮ টা থেকে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে সংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিকে সকাল সাড়ে ৬ টা থেকে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের মুর্যালে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা অর্পণ করেন। শিল্পকলা একাডেমিতে বেলা ১১টা থেকে আলোপনা সভা, তরুন উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ বিতরন, অনলাইন কুইজ ও আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে। জেলার সকল উপজেলা ও নগরের বিভিন্ন ওয়ার্ডে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া মুজিব শতবর্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল-৪ আসনের দুই উপজেলার ১০১টি স্থানে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।