বরিশাল নগরের একটি পোষাকের দোকানে চুরি সংঘঠিত হয়েছে। বোরবার দিনগত রাতে নগরের দক্ষিণ চকবাজার এলাকার গালিব হোটেলের নিচে থাকা জগন্নাথ ক্লোথ স্টোরে এই চুরি সংঘঠিত হয়। চোর চক্র দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকানেরমধ্যে থানা সিটি ক্যামেরা , মনিটর ভাংচুর করে পাচ বস্তা পোষাক নিয়ে যায়। এসময় দোকানের ক্যাশে থাকা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকাও তারা নিয়ে যায়। দোকানের মালিক জগন্নাথ দেবনাথ জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তারা বাসায় চলে যান। সকালে দোকান খুলতে এসে দোকানের সাটার ভাঙ্গা দেখতে পায় এবং ভেতরে সব কিছু এলোমেলো দেখতে পেয়ে বরিশাল তোকয়ালী মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গালিব হোটেলের দুই স্টাফ রফিক ও কাশেমকে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানায়, রাতে গালিব হোটেলে ৩জন বোটার ওঠে। তারা হোটেলের স্টাফদের সাথে রাতে এক সাথে খাওয়া দাওয়া করে। সকালে হোটেল স্টাফদের অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ধারনা করা হচ্ছে তাদের খাবারে কিছু মেশানো হয়েছিলো। এই ঘটনায় পাশের একটি মার্কেটের সিসিটিভি ফুটেজে চুরির ভিডিও ধারন করা হয়েছে। ওই ফুওটজে দেখা গেছে পাঁচটি বস্তা ঐকটি হলুদ অটোকে করে নিয়ে যাওয়া হচ্ছে।