ভোলা:
ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভোলা জেলা সংবাদ পত্র হকার্স ইউনিয়ন। বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে হকার্স ইউনিয়নের সদস্যরা জানান, ২২ আগষ্ট রাতে পত্রিকার বিজ্ঞাপন বিলের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দৈনিক ভোলা টাইমস পত্রিকার অফিসে হকার মাকসুদকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বা হাত ভেঙে দেন রাজিব। পরে মাকসুদের সহকর্মীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর গত ২৪ আগষ্ট ভোলা সদর মডেল থানায় রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে রাতেই পুলিশ তাকে আটক করে। এসময় হকার্স ইউনিয়নের সদস্যরা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা হকার্স ইউনিয়নের সভাপতি মো. সুমন ও সাধারণ সম্পাদক মনিরসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা।