কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটার লেম্বুর বনে আলোচিত গৃহবধু গণধর্ষণ মামলার প্রধান আসামি, সিআর ও জিআর সহ মোট ১৫ টি মালমার কালো তালিভুক্ত আসামি। এলাকার চিহ্নিত জলদস্যু -বনদস্যু ও কুয়াকাটায় ঘুড়তে আশা পর্যটকদের আতঙ্ক। কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুড়া গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে শাহ আলম বাহিনির প্রধান শাহ আলম ওরফে জোংলা শাহ আলম (৫০) ও তার সহযোগী একই গ্রামের জাহাঙ্গীর (৩৭) কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার(২৯ আগস্ট ) রাত ১০ টায় মহিপুর থানার ওসি তদন্ত খোন্দকার আবুল খায়েরের নেতৃত্বে মহিপুর থানা পুলিশের চৌকস টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তকে গ্রেপ্তার করা হয়।এদিকে তার গ্রেফতারে এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে। মহিপুর থানার ওসি তদন্ত খোন্দকার আবুল খায়ের বলেন, দীর্ঘদিন ধরে শাহ আলম বাহিনির প্রধান জোংলা শাহ আলম এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো, তাকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনি একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করেও গ্রেপ্তার করতে পারেনি। সে খুবই ভয়ংকর প্রকৃতির লোক।অবশেষে আমরা মহিপুর থানা পুলিশ তাকে এবং তার সহযোগী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।জানাগেছে তাদেরর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।