রবিবার, ১৫ Jun ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
কুয়াকাটায় গণধর্ষণ সহ ১৫ টি  মালমার আসামি গ্রেফতার

কুয়াকাটায় গণধর্ষণ সহ ১৫ টি  মালমার আসামি গ্রেফতার

কুয়াকাটায় গণধর্ষণ সহ ১৫ টি  মালমার আসামি গ্রেফতার ।

কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটার লেম্বুর বনে আলোচিত গৃহবধু গণধর্ষণ মামলার প্রধান আসামি,  সিআর ও জিআর সহ মোট ১৫ টি  মালমার কালো তালিভুক্ত  আসামি।  এলাকার চিহ্নিত জলদস্যু -বনদস্যু ও কুয়াকাটায় ঘুড়তে আশা পর্যটকদের আতঙ্ক। কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুড়া গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে শাহ আলম বাহিনির প্রধান  শাহ আলম ওরফে জোংলা শাহ আলম (৫০)  ও তার সহযোগী একই গ্রামের জাহাঙ্গীর (৩৭) কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার(২৯ আগস্ট ) রাত ১০  টায় মহিপুর থানার ওসি তদন্ত খোন্দকার  আবুল  খায়েরের নেতৃত্বে মহিপুর থানা পুলিশের চৌকস টিমের মাধ্যমে  অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তকে গ্রেপ্তার করা হয়।এদিকে তার গ্রেফতারে এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে।  মহিপুর থানার ওসি তদন্ত খোন্দকার আবুল খায়ের বলেন, দীর্ঘদিন ধরে শাহ আলম বাহিনির প্রধান জোংলা শাহ আলম এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো, তাকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনি একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করেও গ্রেপ্তার করতে পারেনি। সে খুবই ভয়ংকর প্রকৃতির লোক।অবশেষে আমরা মহিপুর থানা পুলিশ তাকে এবং তার সহযোগী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।জানাগেছে তাদেরর সোমবার সকালে  আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD