রবিবার, ১৫ Jun ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
বোনের ছেলেকে দেখতে যাওয়ার পথে আবু হানিফ খোকন ও মহিলা সহ আহত ৬ জন। আজ রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে বুড়িরচড় আমজেদ মার্কেটের দিকে। পুলিশ ঘটনাস্হল থেকে উদ্ধার করে আহত সকলকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহত অন্যরা হলেন সালমা( ৪০) রুশিয়া (৪৫) নাজমা (৩২) রিতা ( ২৫) রাজিন সালেহ (১৮)। খোকনের বাবা ইউনুস মৃধার সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি জানান আমজেদ মার্কেটের পাশে জামাই চান মিয়ার বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তিনি জানান রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি নিয়ে অতর্কিতভাবে বাজারে থাকা মামুন, নাইম, ফোরকান, দেলোয়ার, নজরুল, মজনু সহ আরও লোকজন সহ এই হামলা চালায়। তারা খোকন কে মাথায় কুপিয়ে ও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে রুশিয়া ও রিতাকে। বর্তমানে প্রত্যেককে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।