শনিবার, ১২ Jul ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
আগৈলঝাড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

আগৈলঝাড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

আগৈলঝাড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

আগৈলঝাড়া:

বরিশালের আগৈলঝাড়ায় মৃত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার ভোরে উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের মৃত লাল মোহন রায়ের (গ্রাম পুলিশ) ছেলে স্বরজিত রায় (৪০) জমিতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে পরে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
সে দুই সন্তানের জনক ছিল। স্বরজিত রায়ের ভাই সমর রায় জানান, আমার বড় ভাই প্রতিদিনের ন্যায় মাছ ধরতে নৌকা নিয়ে জমিতে গিয়েছিল। পাশের বাড়ির ভ্যান চালক জাকির বক্তিয়ার তাকে
জমির মধ্যে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা স্বরজিত রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস তাকে মৃত ঘোষনা করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস জানান, ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। কি কারনে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে। পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপপরিদর্শক মনিরুজ্জামান স্বরজিত রায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD