শনিবার, ১২ Jul ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
কলাপাড়ায় গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে টাকা চুরি

কলাপাড়ায় গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে টাকা চুরি

কলাপাড়ায় গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে টাকা চুরি
কলাপাড়ায় গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে টাকা চুরি

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে রহস্যজনকভাবে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তিন অংশে আগুন দিয়ে অর্ধলক্ষ টাকা চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বন্দর ব্যবসায়ীদের মাঝে। বুধবার ভোররাতে পৌর শহরের ২ নং ওয়ার্ডে নতুন বাজার এলাকার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনবসতীপূর্ণ ওই ব্যবসায়ী পট্রিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে ভাড়াটিয়া বাসার ব্যাচেলর সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে মুক্তা গ্লাস এ্যান্ড থাই এ্যালমুনিয়ামের দোকানে আগুন দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে সেখানে দোকান মালিক আহসান উপস্থিত হলে দোকানের অভ্যন্তরে ক্যাশ ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এছাড়া ওই দোকান ঘরের তিন অংশে আগুন ধরিয়ে দেয়ার কাজে ব্যবহৃত কেরোসিনথর বোতল খুজে পান প্রত্যক্ষদর্শীরা। মুক্তা গ্লাস এ্যান্ড থাই এ্যালমুনিয়াম দোকান ঘরের মালিক আহসান হাওলাদার জানান, দূবর্ৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠানের তিন অংশে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় দোকানের দোতলার উপরে ভাড়া থাকা ব্যাচেলর সদস্যরা আগুন দেখে ডাকচিৎকার দিলে আমার দোকানের কর্মচারিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে টাকা চুরির পরে আগুন ধরিয়ে দিয়ে দুবর্ৃত্তরা প্রমান লোপাট করার চেষ্টা চালিয়েছে বলে ধারণা করছেন তিনি। এদিকে আগুন ছড়িয়ে গেলে গোটা ব্যবসায়ী পট্রি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিলো বলে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা । কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিভাবে আগুন লেগেছে এর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD