শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
চুরি করে আনা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক তারসহ আটক-২

চুরি করে আনা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক তারসহ আটক-২

চুরি করে আনা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক তারসহ আটক-২
চুরি করে আনা পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক তারসহ আটক-২

ব‌রিশাল:

চুরি করে আনা পল্লী বিদ্যুতের অ্যালুমিনিয়ামের বিপুল পরিমান তার ও অন্যান্য মালামালসহ দুইজনকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। যেখানে ১০ ড্রামে পেচানো অ্যালুমিনিয়ামের তার এর মূল্যই ১৫ লাখ টাকার মতো, সেইসাথে থাকা অন্যান্য মালামালের মূল্যও আনুমানিক ২ লাখ টাকার ওপরে বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানাগেছে, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে  বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে গৌরনদীর মাহিলাড়া এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে মেহেদী হাসান (২৯) কে আটক করা হয়, ওইসময় তার কাছ থেকে চার ড্রাম বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরবর্তীতে মেহেদীর স্বীকারোক্তি অনুযায়ী ফয়জুল্লাহ (৪৫) নামের একজনকে ছয়ড্রাম তারসহ আটক করা হয়।  বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল চুরি করে গৌরনদীর মাহিলাড়া গ্রামের হুমায়ুন কবির হিমুর বাসার পিছনে রাখে একটি চোরচক্র। মঙ্গলবার রাতে বিষয়টি থানা পুলিশকে অবগত করেন এবং একটি মামলা দায়ের করেন পল্লী বিদ্যুতের ঠিকাদার অহিদুজ্জামান। বুধবার সকালে চোরাইকৃত বৈদ্যুতিক তারসহ দুইজনকে সেই মামলায় গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD