শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
বরিশাল:
চুরি করে আনা পল্লী বিদ্যুতের অ্যালুমিনিয়ামের বিপুল পরিমান তার ও অন্যান্য মালামালসহ দুইজনকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। যেখানে ১০ ড্রামে পেচানো অ্যালুমিনিয়ামের তার এর মূল্যই ১৫ লাখ টাকার মতো, সেইসাথে থাকা অন্যান্য মালামালের মূল্যও আনুমানিক ২ লাখ টাকার ওপরে বলে জানিয়েছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানাগেছে, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে গৌরনদীর মাহিলাড়া এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে মেহেদী হাসান (২৯) কে আটক করা হয়, ওইসময় তার কাছ থেকে চার ড্রাম বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরবর্তীতে মেহেদীর স্বীকারোক্তি অনুযায়ী ফয়জুল্লাহ (৪৫) নামের একজনকে ছয়ড্রাম তারসহ আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকা থেকে বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল চুরি করে গৌরনদীর মাহিলাড়া গ্রামের হুমায়ুন কবির হিমুর বাসার পিছনে রাখে একটি চোরচক্র। মঙ্গলবার রাতে বিষয়টি থানা পুলিশকে অবগত করেন এবং একটি মামলা দায়ের করেন পল্লী বিদ্যুতের ঠিকাদার অহিদুজ্জামান। বুধবার সকালে চোরাইকৃত বৈদ্যুতিক তারসহ দুইজনকে সেই মামলায় গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।