রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১১ পূর্বাহ্ন

প্যারিসের প্রথম নারী মেয়র লড়বেন প্রেসিডেন্ট পদে

প্যারিসের প্রথম নারী মেয়র লড়বেন প্রেসিডেন্ট পদে

প্যারিসের প্রথম নারী মেয়র লড়বেন প্রেসিডেন্ট পদে
প্যারিসের প্রথম নারী মেয়র লড়বেন প্রেসিডেন্ট পদে

 ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রথম নারী মেয়র আন্নে হিদালগো দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৬২ বছর বয়সী আন্নে রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। আন্নে ফ্রান্সের ডান ও বাম দলগুলো থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম, যা প্রেসিডেন্ট হওয়ার সম্ভবনা রয়েছে। এতে তিনি হতে পারেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় দফায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। তবে তিনি আবার লড়বেন বলেই ধারণা করা হচ্ছে। আন্নের ঘোষণার পরপরই দেশটির কট্টর ডানপন্থী নেত্রী মারি লো পেন তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য প্রচারে নামেন। এখন পর্যন্ত যে জনমত জরিপ, তাতে দেখা যায়, আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় প্রথম দফার ভোটে শীর্ষে থাকবেন ম্যাক্রোঁ ও লো পেন। তারপর দ্বিতীয় দফার ভোটে ২০১৭ সালের নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটতে পারে; অর্থাৎ ম্যাক্রোঁ আবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD