শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
২৫% উৎসবভাতা এর পরিবর্তে ১০০% উৎসবভাতার দাবিতে শিক্ষকরা নগরীর মথুরানাথ পাবলিক স্কুল এর ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বরিশালে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন বরিশালের বিভাগীয় অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকায় এক প্রবাসীর ক্রয় করা জমির গেট ভাংচুর করছে প্রতিপক্ষরা। বছরের প্রথমদিনে সরকারের দেওয়া বিনামূল্যের বই শিক্ষার্থীদের মাঝে বিতরন শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর ২য় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত। আমি স্বতন্ত্র প্রার্থী আমার কোন দল নেই -সালাউদ্দিন রিপন বরিশাল বিভাগে নূরানী ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

গলাচিপায় আমি বাচতে চাই

গলাচিপায় আমি বাচতে চাই
গলাচিপায় আমি বাচতে চাই

গলাচিপা :

আমি বাচতে চাই। দয়া করে আমাকে বাঁচান। সামনে যাকেই দেখছে তার কাছে এভাবেই আকুতি করছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৬ বছর বয়সি ইউসুফ মোল্লা।সে গলাচিপা উপজেলার রত নদী তালতলী ইউনিয়নের গ্রামদ্দন গ্রামের মোঃফারুক মোল্লার ছেলে। স্থানীয় ৫৩ নংপূর্ব উলানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর পড়ুয়া ছাত্র। ৪ সন্তানের মধ্যে ইউসুফ সকলের ছোট।সেপ্টেম্বরের প্রথমদিকে ইউসুফকে গলাচিপা হাসপাতালে রক্ত দিতে দেখা গেছে। ইউসুফের মা মোসাঃপারভিন বেগম জানান, আমার ইউসুফ ৮মাস বয়স থেকে এ রোগে আক্রান্ত আমি ইউসুফকে গলাচিপা থেকে পটুয়াখালী,বরিশাল ও ঢাকায় চিকিৎসা করিয়েছি। টাকার অভাবে ইউসুফের উন্নত চিকিৎসা হচ্ছে না। প্রতিমাসে আমার ইউসুফ কে রক্ত দিতে হচ্ছে। এপর্যন্ত আমার ইউসুফের চিকিৎসার জন্য প্রায় দশ লক্ষ টাকার সম্পদ বিক্রি করে ইউসুফের চিকিৎসা করিয়াছি। ইউসুফের বাবা ফারুক মোল্লা বলেন, চার সন্তানের মধ্যে আমার ইউসুফ এক মাত্রপুত্র ও ছোটসন্তান। সব সময় হাসি মুখে চলা ফেরা করতো। ইউসুফ কারো সাথে কোন সময় ঝগড়া বিবাদ করতনা। আল্লাহ্ কেন যে ওকে এত বড় অসুখ দিল ইউসুফ আগের মত এখন আর হাঁসি খুসি চলাফেরা করেনা। ঠিকমত খাওয়া দাওয়া করতেপারেনা। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। আবার হাঁসি খুসি ভাবে সবার মাঝে ঘুরে বেড়াবে আমি সেটা দেখতে চাই। তিনি আরও বলেন, পরীক্ষা নিরিক্ষার পর হাসপাতাল থেকে বলেছে যত তাড়াতাড়ি ইউসুফের উন্নতচিকিৎসা করা যাবে ততই ভালো। পরিবারের দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা, জাতীয়সংসদ সদস্য পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি এস এম শাহজাদা,পটুয়াখালী জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এর সদয় কামনা করেন।এ বিষয়ে রত নদী তালতলী ইউনিয়নপরিষদ চেয়ারম্যানও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তফা খান বলেন, আসলেই পরিবারটি অসহায় ও গরীব। জমিজমা বিক্রি করে ছেলেটাকে এপর্যন্ত এনেছে এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে। সরকারিভাবে আর্থিক সহযোগীতা পেলে অসুস্থ শিশুটি বাঁচান সম্ভব। এ বিষয়ে স্থানীয় সমাজসেবক ও শিক্ষক মোঃহুমায়ন কবির বলেন, ফারুক মোল্লা মানবেতর জীবন যাপন করছে তিনটি কন্যা সন্তান তার পরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত একটি পুত্রসন্তান। বাবার জমিজমা বিক্রি করে ইউসুফের চিকিৎসা করিয়াছেন। এখন টাকার অভাবে ফারুক ধুকে ধুকে কাদছেন।ইউসুফ মোল্লার সাহায্য পাঠানোর ঠিকানা রত নদী তালতলী ইউনিয়ন ৯ নংওয়ার্ড, রহিমশাহ্ মোল্লাবাড়ি। মোবাইল নম্বর- ০১৭৫০৭১৬২৬২ । ০১৭২৪১৪০৩৩৭

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD