প্রতিবেদক,বিএফ খান সবুজ বাকেরগঞ্জ:
বাকেরগঞ্জে উপজেলা চত্বরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতা মতবিনিময় সভা অনুষ্ঠিত ।অপরাজিতার নারীর ক্ষমতায়নে বিশেষ সহমর্মী ভূমিকা রাখতে বাকেরগঞ্জ উপজেলা হলরুমে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে খোলাখুলি আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয় । অপরাজিতার উপজেলা সমন্বয়কারী হায়দারী রাজার সঞ্চালনায় উক্ত সভায় নানান ধরনের শ্রেণী-পেশার নারী ও পুরুষ উপস্থিত থেকে নারীর ক্ষমতায়ন প্রসারিত করে সমাজের সার্বিক সুস্থ মঙ্গলকর একটি সহায়ক পরিবেশ তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সোনার বাংলা দিতে স্ব-স্ব বক্তব্যে ঐক্যমত পোষণ করেন । রূপান্তর কর্তিক আয়োজিত উক্ত সেমিনারে সভাপতির আসন গ্রহণ করেন বাকেরগঞ্জ উপজেলা বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শিল্পপতি মিজানুর রহমান মিজান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আলহাজ্ব মানিক হাওলাদার, মেলোডি প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপল ও বাকেরগঞ্জ উপজেলার শিল্পকলার কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু বরুণ কুমার সাহা সহ বাকেরগঞ্জ উপজেলা অপরাজিতা নারী নেতৃবৃন্দ ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও জনপ্রতিনিধি গন সহ ইলেকট্রনিক্সের প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন ।