ভোলাঃ
ভোলায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীর পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে আসামির পরিবার। প্রতিনিয়ত এমন প্রাণনাশের হুমকি পেয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে বাদীর পরিবার। এদিকে মামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আসামি আনোয়ার আব্বাসকে আটক করতে পারিনি পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে মামলার বাদী সাংবাদিকদের জানান, গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে আনোয়ার আব্বাস নামে এক ধর্ষকের ধর্ষণের শিকার হন ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। ঘটনার পর ওইদিন বিকেলেই ভোলা সদর মডেল থানায় আনোয়ার আব্বাস নামে এক ধর্ষকের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ছাত্রীর মা। যাঁর মামলা নম্বর ১৬/২১ মামলা দায়েরের পর থেকেই প্রতিনিয়ত বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে আসামির পরিবার। আসামির পরিবারের এমন প্রাণনাশের হুমকিতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বাদীর পরিবার। আসামি গ্রেফতারে বিলম্ব হওয়ার বিষয়ে আক্ষেপ করে মামলার বাদী আরও জানান, পুলিশ আসামি ধরতে গড়িমসি করছে। মামলা হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কেনো আসামি আটক হচ্ছে না এমন প্রশ্ন করেন পুলিশ প্রশাসনকে উদ্দেশ্যে করে। গত ৯ সেপ্টেম্বর ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা গ্রামে ওই ছাত্রীর ভাড়া বাসায় প্রবেশ করে বাসায় কেউ না থাকার সুযোগে ভিক্টিমের হাতপা ও মুখ বেঁধে ছাত্রীকে ধর্ষণ করে ধর্ষক আনোয়ার আব্বাস। আনোয়ার আব্বাস একই উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের কাশেম কারীর ছেলে। বর্তমানে সে আত্নগোপনে রয়েছে। আসামি আটকের বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, আসামি আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতারে বিলম্ব হচ্ছে। তবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার হবে বলেও আশ্বস্ত করেন পুলিশের ওই কর্মকর্তা। হুমকির বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাদীর পরিবারকে আসামির পরিবার হুমকি দিয়ে থাকলে সে বিষয়টাও খতিয়ে দেখা হবে