রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন
তাপস মাহমুদ বরগুনা জেলা প্রতিনিধিঃ
সাগরে ইলিশ শিকারে গিয়ে বৈরী আবহাওয়ার ট্রলারডুবে ডুবে রুহুল আমিন (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ওই ট্র্রলারে থাকা আরো পাঁচজন জেলে। মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও কচিখালি এলাকায় আরো একটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। দুটি ট্রলারই উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে অপর ‘উদ্ধারকারি ট্রলার’ পাঠানো হয়েছে। ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারডুবি ও জেলেনিহতের তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন দুবলারচর এলাকায় ঝড়ের কবলে পরে ছয় জেলেসহ রুহুল আমিন খানের ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারের মালিক ও জেলে রুহুল আমিনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন ট্রলারের অপর পাঁচজন জেলে। নিহত রুহুল আমিনের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী এলাকায়। এছাড়াও অপরদিকে সুন্দরবন এলাকার কচিখালী এলাকায় জসিম উদ্দিনের মালিকানাধীন আরো একটি ট্রলার ডুবে যায়। ওই ট্র্রলারে ঠিক কতজন জেলে ছিল এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ট্রলার মালিক সমিতি। তবে তাদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধার ট্রলার পাঠানো হয়েছে বলে জানান মোস্তফা চৌধুরি। মোস্তফা চৌধুরি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় ‘গুলাব’ চলে যাওয়ার পরও এখনো পর্যন্ত সাগর উত্তাল রয়েছে। আমরা দুদিন আগেই মাছধরা সব ট্রলারগুলোকে নিরপদে আশ্রয় নিতে খবর পাঠিয়েছিলাম। অনেকেই নিরাপদে আশ্রয় নিয়েছেনে। কিছু ট্রলার সুন্দরবন ও লালদিয়া এলাকার খালে আশ্রয় নিয়েছিল। তীরে ফিরে আসার পথে দুটি ট্রলার দূর্ঘটনার শিকার হয়েছে। কোস্টগার্ড পাথরঘাটা ক্যাম্পের স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলারডুবির খবর শুনেছি। আমাদের পক্ষ থেকে জেলেদের উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ঘূর্ণিঝড় গুলাব উপকূলীয় এলাকা অতিক্রম করলেও ১ অক্টোবর পর্যন্ত এর প্রভাবে উপকূলে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে বরগুনাসহ উপকূলীয় এলাকায় টানা ভারিবর্ষণ চলছে সাথে হালকা থেকে মাঝারি বাতাস বইছে। সাগর ও নদ-নদী উত্তাল রয়েছে।