রবিবার, ২৮ মে ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

নির্মাতা জসিম উদ্দিন ইমন এর জন্মদিনে তার দর্শকদের উপহার দিলেন নাটক “ই টয়লেট “

নির্মাতা জসিম উদ্দিন ইমন এর জন্মদিনে তার দর্শকদের উপহার দিলেন নাটক “ই টয়লেট “

প্রতিবেদনঃ

নির্মাতা জসিম উদ্দিন ইমন এর জন্মদিনে তার দর্শকদের উপহার দিলেন নাটক "ই টয়লেট "

নির্মাতা জসিম উদ্দিন ইমন এর জন্মদিনে তার দর্শকদের উপহার দিলেন নাটক “ই টয়লেট “

শিক্ষক ও শিক্ষা ব্যাবস্থার অসংগতি নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্র দি মাস্টার এর পরিচালক জসিম উদ্দিন ইমন তার নিজেকে ও টিমকে প্রস্তুতি গ্রহনের জন্য বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন যা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চলচ্চিত্র প্রতিযোগিতাশ প্রশংসা পেয়েছে। তাছাড়া বেশ কিছু নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন, তার নির্দেশনায় উল্লেখযোগ্য চলচ্চিত্র মানুষ, কুরিয়ে পাওয়া সিম, হিতে বিপরীত, অব্যক্ততা,আপন মানুষ, সহ আরো অনেক নির্মান।আজ তার জন্মদিন এবং আজকে মুক্তি পেলো নাটক ই- টয়লেট রচনা করেছেন সোহেল রানা, পরিচালক জসিম উদ্দিন ইমন এর ই- টয়লেট অনেক আধুনিক কনসেপ্ট অধুর ভবিষ্যতে মানুষ যখন সপরিবারে কর্মব্যস্ত হয়ে পড়বে তখন বিভিন্নমুখী সমস্যায় পতিত হবে। তারই কিছু সমস্যা ও সমাধান নিয়ে নির্মিত ই-টয়লেট চমৎকার ফ্রেমিং, নান্দনিক লোকেশন এবং নতুন মুখদের সাবলীল অভিনয় প্রশংসনীয়। অভিনয় করেছেন নাইম,রুপা,নির্জন, ইভা,লামিয়া, রুমি, মলয়,নর্জন সহ অনেকে। নির্মাতা বলেন আসলে আমাদের বরিশালে বসে কাজ করা কঠিন এখানে ভালো ক্যামেরা,লাইট,প্রডাকশন হাউস টেকনিক্যাল টিম ও প্রডিউসার নেই,খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে, যেহেতু দি মাস্টার চলচ্চিত্র একটা বড় ক্যানভাসের তাই এখানে চর্চাটা চালিয়ে নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD