শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান এর সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ৩১ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নবাগত বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান এর সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এস এম ইকবাল, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব এস এম জাকির হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশন এর বরিশাল ব্যুরো প্রদান মুরাদ আহমেদ, দৈনিক প্রথম আলোর বরিশাল প্রতিনিধি এম জসিম উদ্দিন, সমকাল এর বরিশাল ব্যুরো চীপ পুলক চ্যাটার্জি, দৈনিক ডেইলি স্টার সুশান্ত ঘোষ, এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। পরে সিনিয়র সাংবাদিক বৃন্দরা বক্তব্য প্রদান করে। পরে বিভাগীয় কমিশনার বরিশাল সাংবাদিকদের সাথে সার্বিক বিষয় তুলে ধরে আলোচনা করেন।