বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
রাজাপুরে ইজিবাইক কিনতে গিয়ে স্বামী উধাও

রাজাপুরে ইজিবাইক কিনতে গিয়ে স্বামী উধাও

রাজাপুরে ইজিবাইক কিনতে গিয়ে স্বামী উধাও
রাজাপুরে ইজিবাইক কিনতে গিয়ে স্বামী উধাও

রাজাপুর:

ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামের মৃত আঃ ছত্তার হাওলাদারের মেয়ে শিরিন (৩০) বেগম সৌদি আরব ও বাংলাদেশের গার্মেন্টসে শ্রমদিয়ে টাকা উপার্জনের ৩ লাখ টাকা স্বামী সোহেল হাওলাদার ইজিবাইক কিনতে তুলে দেয়। ইজিবাইক ক্রয় করতে গিয়ে গত ১৫ দিন ধরে নিখোজ স্বামী সোহেল হাওলাদার। বর্তমানে শিরিন একমাত্র অসুস্থ মা কুলসুম বেগমকে নিয়ে অর্থাভাবে খুব কষ্টে দিনাতিপাত করছেন। শিরিন বেগম বলেন, বাবার গরীবের সংসার হওয়ায় বিয়ের আগে থেকেই চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরী করে বাবাকে সহযোগীতা করে আসছিল শিরিন। গত ২০১৬ সালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুসখালি গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে সোহেলের সাথে বিবাহ হয় তার। বিবাহের কিছুদিন পরে গার্মেন্টস শ্রমিক হিসাবে সৌদি আরব যান তিনি। সেখানে প্রায় দুইবছর কাজ করার পরে দেশে ফিরে এসে কয়েক মাস পরে আবার চট্টগ্রামে গার্মেন্টসে কাজে যান তিনি। তার গার্মেন্টসে শ্রমদিয়ে কষ্টার্জিত জমানো টাকা দিয়ে স্বামী সোহেল একটি বড় ইজিবাইক কিনতে চাইলে ১ নভেম্বর ব্যাংক থেকে ও ঘরে থাকা টাকাসহ ৩ লাখ টাকা তুলে দেন স্বামীর হাতে। স্বামী সোহেল ওই দিন গাড়ি কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। অজও সোহেল বাড়িতে ফিরে নাই। সোহেলের ফোনটিও বন্ধ রয়েছে। এ বিষয়ে শিরিন গত ৩ নভেম্বর রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শিরিনের কাছে আর কোন অর্থ না থাকায় ঘরে থাকা একমাত্র বৃদ্ধ অসুস্থ মা কুলসুম বেগমকে নিয়ে বর্তমানে তার তিন বেলা খাওয়া যুটছেনা এবং মায়ের ওষুধ কেনার টাকাও নেই তার কাছে। তাই শিরিন তার স্বামী সোহেলের সন্ধান চাচ্ছেন। স্বামীর সন্ধান চেয়ে সোমবার শিরিন রাজাপুর সাংবাদিক ক্লাবে এসে সাংবাদিকদেরকে বিষয়টি লিখিতভাবে জানান। তার স্বামীর সন্ধান পেলে ০১৭২১৯২৩৫২৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন অসহায় শিরিন বেগম। এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD