বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
লালমোহন :
লালমোহনে বাস, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কালমা ইউপির ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’ একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই শিশু, এক নারী ও মোটরসাইকেল আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরমধ্যে মোটরসাইকেল চালক মো. রুবেল ও তার ছেলে মো. হাসানের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন চিকিৎসক। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়। সকালে চরফ্যাশন থেকে বরিশালের উদ্দেশ্য রওয়ানা করেছিল তারা। লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।