রবিবার, ২৮ মে ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
মুক্তি পেয়েছে জসিম উদ্দিন ইমনের বুমেরাং। আধুনিক তরুণ-তরুণীদের বর্তমান সময়ের ভিন্নধর্মী প্রেমের গল্প বুমেরাং এতে অভিনয় করেছে ফয়সাল বাপ্পী,আব্দুল্লাহ বিন,আবিদ আমিন,মশিউর রহমান পল্টন,তাসনিয়া তৃপ্তী,রোজা শরিফ,হৈমন্তী রায় জ্যোতি,সুমাইয়া দোলা, মোস্তাফিজুর রহমান সরকার ,শেখ আফছার সহ অনেকে।নাটকটিতে আব্দুল্লাহ বিন এর অভিনয় দর্শকদের আকর্ষন করেছ।আব্দুল্লাহ বিন এর সাথে কথা বলে জানা যায়।নির্মাতা জসিম উদ্দিন ইমনের সাথে কাজ করতে পেরে সে আনন্দিত।সম্প্রতি সে ও আবিদ আমিন নির্মাতার নির্মাণাধীন ছোট চলচ্চিত্র উচ্চ মাধ্যমিক পলায়ন বিদ্যায় যুক্ত হয়েছেন।তারা সকল দর্শকদের দোয়া চেয়েছেন।নাটকটি লিখেছেন মিলা আহসান।