সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন
পটুয়াখালী:
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। শুক্রবার ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি- আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংসদ সদস্য, জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, পৌর সভা, জেলা প্রেসক্লাব, সকল সরকারি-বেসরকারি-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। পরে সকাল ৮টার দিকে আবুল কাসেম স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও ভিডিপি, সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।