বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উচ্চ মাধ্যমিক পলায়ন বিদ্যার ট্রেলার দর্শক মহলে প্রশংসিত হয়েছে।চলচ্চিত্রের অভিনয় ,রংবিন্যাশ ,শৈল্পিক ফ্রেম,সিনোমাটোগ্রাফীসহ নান্দনিক লোকেশন চোখে চমৎকার আবেশে আচ্ছন্ন করে রাখে।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-কে এম অপু ,মেহভিন নিশি,রাফসান ,মোঃ জুলফিকার আলী তারেক,মোঃ সাব্বির,আবদুল্লাহ বিন,আবিদ আমীন,তম্ময় তানিম সাইদুল,কৌশিক রায়,জীবনসহ আরো অনেকে।সোহেল রানার গল্পে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন-জসিম উদ্দিন ইমন।খুব শীঘ্রই ESDI FILMS এর নিজস্ব ইউটিউব চ্যনেলসহ USA এর অনলাইন প্লাটফর্ম Rumble এ মুক্তি পাবে।
ট্রেলার দেখার লিংক-https://youtu.be/EBbExcnIDf0
পুর্ণদের্ঘ্য চলচ্চিত্রের প্রস্তুতির জন্য শতাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন নির্মাতা জসিম উদ্দিন ইমন।