রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন

মুক্তি পেলো জসিম উদ্দিন ইমনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উচ্চ মাধ্যমিক পলায়ন বিদ্যার ট্রেলার।

মুক্তি পেলো জসিম উদ্দিন ইমনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উচ্চ মাধ্যমিক পলায়ন বিদ্যার ট্রেলার।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উচ্চ মাধ্যমিক পলায়ন বিদ্যার ট্রেলার দর্শক মহলে প্রশংসিত হয়েছে।চলচ্চিত্রের অভিনয় ,রংবিন্যাশ ,শৈল্পিক ফ্রেম,সিনোমাটোগ্রাফীসহ নান্দনিক লোকেশন চোখে চমৎকার আবেশে আচ্ছন্ন করে রাখে।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-কে এম অপু ,মেহভিন নিশি,রাফসান ,মোঃ জুলফিকার আলী তারেক,মোঃ সাব্বির,আবদুল্লাহ বিন,আবিদ আমীন,তম্ময় তানিম সাইদুল,কৌশিক রায়,জীবনসহ আরো অনেকে।সোহেল রানার গল্পে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন-জসিম উদ্দিন ইমন।খুব শীঘ্রই ESDI FILMS এর নিজস্ব ইউটিউব চ্যনেলসহ  USA এর অনলাইন প্লাটফর্ম Rumble এ মুক্তি পাবে।

ট্রেলার দেখার লিংক-https://youtu.be/EBbExcnIDf0

পুর্ণদের্ঘ্য চলচ্চিত্রের প্রস্তুতির জন্য শতাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন নির্মাতা জসিম উদ্দিন ইমন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD