শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন

ঝালকাঠিসহ চার জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

ঝালকাঠিসহ চার জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

ঝালকাঠিসহ চার জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক
ঝালকাঠিসহ চার জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

ঝালকাঠি:

চার জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পাঁচ কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জেলাগুলো হলো- ঝালকাঠি, গাইবান্ধা, পাবনা ও বাগেরহাট।প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে- রেলওয়ে রাজশাহী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) সামিউল আমিনকে গাইবান্ধার এডিসি, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরবিন্দ বিশ্বাসকে বাগেরহাটের এডিসি, বান্দরবানের রুমার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী ও বান্দরবান সদরের নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া আফরোজকে ঝালকাঠির এডিসি এবং রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (সিনিয়র সহকারী সচিব) শরিফ আহমেদকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD