বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন

পিরোজপুরে আগুনে পুড়ল পাঁচ দোকান

পিরোজপুরে আগুনে পুড়ল পাঁচ দোকান

পিরোজপুরে আগুনে পুড়ল পাঁচ দোকান
পিরোজপুরে আগুনে পুড়ল পাঁচ দোকান

পিরোজপুর:

পিরোজপুরে পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। একটি পুরোনো ভাঙারির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় বলেশ্বর নদের আদর্শপাড়া পুরোনো খেয়াঘাটে এ অগ্নিকাণ্ড ঘটে।  পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব-অফিসার আবদুল রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে স্থানীয় আউয়াল ভাঙারির দোকানঘর থেকে এ আগুন লাগে।’ স্থানীয়রা জানান, আউয়ালের ভাঙারির দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে পাশের রতনের মুদি দোকান, আসাদের স-মিল, তরিকা বেকারির গুদাম ও কাঠের ফার্নিচার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD