রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন

মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, আহত ৪

মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, আহত ৪

মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, আহত ৪
মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, আহত ৪

ভোলা:

ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা চার জেলে আহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তজুমদ্দিন উপজেলার চৌমহনী এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের চৌমহনী গ্রামের বাসিন্দা মো. নাছিম (৩৫), রুবেল মাঝি (৩০), ফজলুল হক মাঝি (৪০) ও নাজমুল হোসেন শান্ত মাঝি (৩০)। এদের মধ্যে ফজলুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জেলেরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার চৌমহনী লঞ্চঘাটে ভিড়ে যাত্রীবাহী লঞ্চ ফারহান-৫। যাত্রী ও মালামাল ওঠা-নামা শেষে লঞ্চটি ঘুরানো হচ্ছিল। এ সময় লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা চার জেলে নদীতে পড়ে আহত হন। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD