রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পূর্বাহ্ন

পিরোজপুরে জন্মের ৫ ঘণ্টায় সনদ নিয়ে হাজির ইউএনও

পিরোজপুরে জন্মের ৫ ঘণ্টায় সনদ নিয়ে হাজির ইউএনও

পিরোজপুরে জন্মের ৫ ঘণ্টায় সনদ নিয়ে হাজির ইউএনও
পিরোজপুরে জন্মের ৫ ঘণ্টায় সনদ নিয়ে হাজির ইউএনও

পিরোজপুর:

পিরোজপুরের নাজিরপুরে জন্মের ৫ ঘণ্টার মধ্যেই নবজাতকের জন্ম সনদ নিয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রোববার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের আক্তারুজ্জামান ও সাবিনা ইয়াসমিন দম্পতি ওই দিন বেলা ১১টার দিকে একটি কন্যাসন্তান জন্ম দেন। কন্যাসন্তানটি জন্মের ৫ ঘণ্টার মধ্যে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ওই নবজাতক ও তার মায়ের কাছে ফুলেল শুভেচ্ছা প্রদানসহ তাকে জন্মসনদ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার দাস ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান, ইউপি সচিব মো. নুরুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। এ সময় তারা ওই নবজাতকের জন্য আর্থিক সাহায্য ও দুগ্ধজাত খাবার প্রদান করেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান জানান, এছাড়া গত শুক্রবার রাতে একই ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের মাহাবুব শেখের কন্যার সনদ জন্মের ১৭ ঘণ্টার মধ্যে গত শনিবার দুপুরে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় গ্রামপুলিশের কাছ থেকে পাওয়া জন্ম তথ্যের মাধ্যমে তাদের ওই সনদ প্রস্তুত করা হয়েছে। তিনি আরও জানান, জন্ম ও মৃত্যু সনদ পেতে যাতে ভোগান্তি না হয় সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD